তুই শুধু আমার হবি?
- লেখা – দেবলীনা পোদ্দার
- অলঙ্করণ – শুভ্রা
এ জন্মে হোক কি না হোক,
পরের জন্মে আমার হবি?
লক্ষ-যোজন বর্ষ পেরিয়ে-
রাঙামাটির আলপথ ছুঁয়ে-
তুই শুধু আমার হবি?
পড়ন্ত বিকেলের গোধূলি আলাপে-
বর্ষাস্নাত সন্ধ্যায়, ব্যস্ত শহরটায়….. কোন একদিন আমার হবি?
চার দেওয়ালের গদ্য যাপন-
সব ছাড়িয়ে অবগাহন-
মাতাল করা বন্য প্রেমে
শেষ না হওয়া অন্তমিলে-
শুধু তুই আমার হবি?
এ জন্মে হোক কি না হোক,
পরের জন্মে আমার হবি??
প্রখর দাবদহের রাতে
বৈশাখের অশান্ত তান্ডবে
আকাশ যখন মেঘের কাছে দু-ফোঁটা শান্তি চায়;
বৃষ্টির সেই জন্ম মুহূর্তে
একবার তুই আমার হবি?
শ্রান্ত দিনের অক্লান্ততায়,
মৌন নাগরিক যান্ত্রিকতায়-
অস্থির এক নীরবতায়-
ভিড়ের মাঝে একলা হয়ে,
শর্তহীন ব্যাকরণে-
শুধু তুই আমার হবি??
এ জন্মে হোক কি না হোক,
পরের জন্মে আমার হবি?
শুধুই আমার….?
একান্ত আমার…….??
