।। মুমূর্ষু শৈশব ।।

  • লেখা – প্রণব মুখোপাধ্যায়
  • অলঙ্করণ – শুভ্রা

হিংসুটে সব দৈত্যগুলো
শিখিয়ে গেল অহঙ্কার!
হারিয়ে গেল সব শৈশব
হারালো তার অলঙ্কার।

কোথায় পাবো গ্যাস বেলুন আর
কোথায় পাবো বাঁশি?
নটিবয়-সু পায়ে গলিয়ে
সব-পেয়েছি হাসি।

সাবান-জলে নল-ফুঁ দিলে
জলের বেলুন ফোলে,
হওয়ায় ভাসা বেলুনগুলো
স্বপ্ন হয়ে দোলে।

মোড়ায় পাতা বাক্স ঘিরে
শিশুর হুটোপুটি!
ঢাকনা খুলে ছবি দেখা
মজাই শুধু লুটি।

গামলা-জলে ফটফটিয়ে
প্রদীপ-স্টিমার চলে!
পুকুর-জলে ভাসাই চলো
মন শুধু তাই বলে।

কোথায় গেলো সেই বেহালা,
কোথায় গেল ডুগডুগি!
কাদের হিংস্র আক্রমণে
গোটা শৈশব হয় রোগী?

One thought on “।। মুমূর্ষু শৈশব ।।

  • January 16, 2023 at 1:29 pm
    Permalink

    সুন্দর কবিতা

Leave a Reply

Your email address will not be published.