“কল্পগাথা”… সংগত চৌধুরী

  • লেখা- সংগত চৌধুরী
  • অলঙ্করণ- ঈশানী সমাদ্দার

কোথায়
বৃষ্টি দিনের শেষে
রামধনুদের দেশে
রোদ্দুর দেয় উঁকি
মেঘেরা তাতেই সুখী।।

কোথায়
আলতো ছোঁয়া পেয়ে
গাছের সারি বেয়ে
বাতাস দিশেহারা
মনও পাগলপারা।।

কোথায়
ঐ সোনালী সর্ষে ক্ষেত
রাখালের হাতে বেত
রাত্রি শেষের তারা
টিম টিম জ্বলে যারা।।

কোথায়
ভোরের কলির গন্ধ
হারানো সুখ প্রবন্ধ
কোথায়
নবীন খেলায় মেতে
এতটুকু হাসি পেতে
ভুলে যায় এই মন
কত কঠিন এ জীবন।।

কোথায়
সে জন কোথায়
যার শীতল সরল কথায়
মনের স্নিগ্ধতায়
বিভোর করে আমায়,

তার
শান্ত মধুর দিঠি
অসমাপ্ত লেখা চিঠি
তার হাসির কোমলতা
নিমেষে সারায় ব্যাথা।।

কোথায় কোথায় খুঁজি
পাবো না তাদের বুঝি !
সেসব কবে কোথা ?
নাকি, তারা
শুধুই কল্পগাথা।।

Leave a Reply

Your email address will not be published.