স্মৃতি পরবাস… দেবলীনা পোদ্দার
- লেখা – দেবলীনা পোদ্দার
- অলঙ্করণ- শুভ্রা
সে ছিল…. আজ সে নেই
অতীত…. তবু সে বর্তমান
জানালায় খেয়ালী রোদ,
পুরোনো মিঠে সুবাস
আর বন্ধ জানালার ওপারে আর এক জগৎ
এলোমেলো স্মৃতি সহ-বাস….।
জল পড়ে, পাতা নড়ে…. স্মৃতির পাতা উড়তে থাকে
টুপটাপ…. চুপচাপ….
লাল নীল ফিকে রং শৈশব –
বেলুন, লুডো, সাদা বুড়ো রঙ পেন্সিল
তার স্পর্শ জড়ানো, মোড়কে রঙীন সেই দিন
সে ছিল…. আজ সে নেই
অতীত….. তবু সে বর্তমান
হঠাৎ…. চেনা আওয়াজ / দেখি আনাচকানাচ
বদলায় না দুই যুগ পুরোনো অভ্যাস!
মিথ্যে এই জীবন জুড়ে শুধু পড়ে থাকে
ফাঁকা ঘর আর ভেজা ক্যানভাস।
নুড়ি পাথর বালির ভিড়ে হারিয়ে যাওয়া মন
অনুভূতির নিওন আলোয় ঝাপসা চোখের কোণ।
রাত নামে শিশির ঝরে…. সময় শুধু চলতে থাকে
টিকটিক, চিকচিক…..
বেজে ওঠে হুইসেল, চলে যায় ট্রেন
গন্তব্য শেষ প্রান্তিক স্টেশনের উদ্দেশ্যে
জীবনের পর, নাকি জীবনের সন্ধানে??

খুব ভালো লাগলো…. 🙏🙏💐💐