শীতের স্বর্গসুখ (সংগত চৌধুরী)
- লেখা- সংগত চৌধুরী
- অলঙ্করণ- শুভ্রা
টুং টাং টিং টিং টিং
ঘুম ভেঙে গেল
স্মার্ট ফোনের অ্যালার্মটা না
যেন জ্বালিয়ে খেলো ।
ব্ল্যাঙ্কেট ছেড়ে আবার
বেরোতেই…. হবে ?
একদিন একটু দেরি হলে
কি এমন মহাভারত
অশুদ্ধ হবে ?
উফ্
এখনো কুয়াশা আছে
সকাল হতে ঢের বাকি
এর মধ্যেই শুরু হবে
আবার ডাকাডাকি।
পাশ থেকে কে যেন বলে,
উঁহু, আলসেমি
মোটেই নয় ভালো
বাইরে এবার বেরিয়ে আয়
গায়ে লাগা সূর্যের আলো।
অন্ধকার বদ্ধ ঘরে
অক্সিজেন বড়ই কম
জানালাগুলো খুলে দিই
বুক ভরে নে দম ।
ধুত্
মাথাটা না ধরেছে
ভালো লাগছেনা মোটে
তবে বেশ ভালো হয়
যদি একটা কড়া
চা জোটে
কোনও মতে উঠে বসে
ভেঙে আলমোড়া।
স্ট্রেচিং করিয়ে নাও
হাত পা জোড়া।
পা ফেলতেই …
মেঝে তো নয় হিমবাহ যেন
মনে হয় বিছানা থেকে
নামতে গেলামই কেন ?
গামছা বা টাওয়েল নাও
চলো ওয়াশরুম
ব্রাশ করো মুখ ধোও যায়না তবুও ঘুম ।
স্নানের জল দেখেই
গায়ে দেয় কাঁপ
ঢালতে কি হবে গায়ে
ওরে বাপরে বাপ !
হটাৎ করে মাথার ভিতর
হল চমৎকার
কালকে ছিল সাটারডে না
তবে আজ তো রবিবা..
ছুট্টে এসে ঢুকলাম ঘরে
নিয়ে হাসিমাখা মুখ
চুলোয় যাক সব ,যখন
লেপের তলায় স্বর্গসুখ ।

Bhalo 😀