যেসব লেখার নাম দিতে নেই……ফিনিক্স

যেসব লেখার নাম দিতে নেই

  • লেখা- ফিনিক্স
  • অলঙ্করণ- শুভ্রা

ভোরের আলো মেখে নৌকো হয়ে দিগন্তে ভেসে যায়
সুইসাইড নোট মুড়ে ছুড়ে ফেলা
গোল্লা গুলো।
ভাসমান আবেগের দোলায়
অল্প বিস্তর ঝাঁকুনি;
ঠিক তারপরই
মুখ ভার হয়ে যায় মেঘের।
মুখ কালো করে সশব্দে গুমরে মরলো অনন্তকাল ধরে।
বহুকাল পরে ভেজা পথে
হাঁটতে গিয়ে দেখি
সুইসাইড নোটের সব অক্ষর
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিচ্ছে
আমার গোটা শহর।
যে শহরের আলোর নিচে
তার সঙ্গে সে, পায়ে পা মিলিয়ে প্রথম বারের মতো একসাথে
বৃষ্টি মাখছে লজ্জারাঙা সাঁঝে।

এদিকে অলীক আগুনে পুড়ে
ছাই হয় কবিতার খাতা।
ক্ষত তার জমা রয় বুকে;
খোঁজ হীন অনাদর জুড়ে।
ধুলো জমা ডাইরির পাতা
লেখালিখি কবে গেছে চুকে।

One thought on “যেসব লেখার নাম দিতে নেই……ফিনিক্স

  • April 18, 2021 at 2:04 pm
    Permalink

    খুব সুন্দর লেখা।

Leave a Reply

Your email address will not be published.