“কথোপকথন”

  • লেখা – অনুপম দাস
  • অলঙ্করণ – শুভ্রা

সারাটা দিন কেন এত বিষাদে ডুবে থাক
আমার কত দুঃখ আছে তার কি খবর রাখো
দুঃখী তুমি একলা নও দুঃখ সবারই আছে
তুমি তাকে লালন কর যত্নে বুকের মাঝে

একলা আমি একলা ভীষণ পাশে কেউ যে নেই
সেতুগুলো একদিন তো ভেঙেছ নিজে হাতেই
একলা আমি ভিড়ের মাঝে একলা গৃহকোণে
নিজের কাছে একলা সবাই ভেবে দেখো মনে

বিলাস বৈভব যা চেয়েছি সবই পেয়েছি আজ
দিব্য জীবন কেটে যাবে না করে কোন কাজ
অলসতার বীজ বুনে অকেজো তুমি হলে
আজকে তোমার হৃদয় জুড়ে দুঃখ বিষাদ ফলে

অঢেল টাকার মালিক আমি সমাজে কত নাম
একচিলতে প্রেমের তবু দিতে পারিনা দাম
আনন্দ পাবে তুমি তিলেক ভালোবাসা পেলে
কোটি টাকা চাইনা প্রেম স্বল্প ব্যয়েই মেলে

হৃদয় দিয়ে বাইরে তাকাও তাকাও দু-চোখ মেলে
নিজের দিকেই সারা জীবন দৃষ্টি রেখে গেলে
দুনিয়াটা টাকার বশ, টাকা সবার বড়
টাকার শয্যায় শুয়েই তবে দুঃখে কেঁদে মর।

Leave a Reply

Your email address will not be published.