টিকটিকিতে টিকটিকালো

  • লেখা – বনানী সেনগুপ্ত
  • অলঙ্করণ – শুভ্রা

দেয়াল বেয়ে উঠছে রে টিকটিকি
হলদে, কালো, খয়েরি, ডোরাকাটা
ভয়ে আমার কলম গেল খসে
লাইন গুলো হয়ে যাচ্ছে বাঁকা।

লেগে আমার যাচ্ছে দাঁত কপাটি
ঘেমে নেয়ে হচ্ছি যে একসা
পিটপিটিয়ে তাকায় রে টিকটিকি
আসলে সে ড্রাগনের বাচ্চা।।

হঠাৎ দেখি গুটি গুটি পায়ে
আসছে যে সে আমার দিকে ধেয়ে
বের করে দাঁত হাসছে রে টিকটিকি
মিটমিটিয়ে আমার দিকে চেয়ে।

ভয়ে আমি কাগজ কলম ফেলে
মারলাম দৌড় চিলেকোঠার ঘরে
টিকটিকিদের হচ্ছে চড়ুইভাতি
জ্ঞান হারালাম বাপরে মারে বলে।।

Leave a Reply

Your email address will not be published.