পশমিনা- শর্মিষ্ঠা রীত

  • লেখা- শর্মিষ্ঠা রীত
  • অলঙ্করণ- শুভ্রা

নভেম্বরের অস্থিরতা বাড়ে,
শীত আসার বাকির আগের আগে
পশমিনা- শাল উলের‌ দাগে‌ দাগে,
ফুরিয়ে‌ গেলে দুপুর‌ রোদের ধারে।
শব্দ আসে ঘড়ির কাঁটার ছলে,
মাফলারে‌ পাক বেশি লাগে কবে?
কথার কথা ফুরিয়ে যাওয়ার পরে,
পকেট বিনা দস্তানাদের লাগে।
কফির চুমুক এক -দুকাপ‌ বেশি
যত্ন করো প্রিয় কাপের রং-এর,
রং এর ছুটি এই কটা মাস ভেবে
নাম লিখে যাই ঠিকানা হীন খামের।
উল বুনে যাই মাপ না মেনে ফিতের
ভুল করি পাকের‌ ঘরে দু-একবার,
জোড় দিয়ে যাই অন্য রং এর সাথে
তুমি খোঁজো কর অন্য রেডিমেডের।
ছুটি চাইলে বছর শেষের শেষে
হেসে বলি ছূটি তো সেই‌‌ কবেই,
এত গুলো দিন একাই তো রই হেথা,
এ কোণটা তেই তুমি- আমি মিশে।
শিশির‌ ছুঁয়ে সন্ধ্যে ছুঁলে আবার
বেঁচে আছি আগের মতোই যেন,
হিমের রাতের সহস্র দিন কাবার
পশমিনাদের ঋণ রাখা নেই কোনো।

2 thoughts on “পশমিনা- শর্মিষ্ঠা রীত

  • December 30, 2020 at 1:30 pm
    Permalink

    খুব সুন্দর শর্মিষ্ঠা💓

  • January 5, 2021 at 4:11 am
    Permalink

    bah darun

Leave a Reply

Your email address will not be published.