“ভোকাট্টা”__ মলয় সেন

  • লেখা- মলয় সেন
  • অলঙ্করণ- শুভ্রা

ছেঁড়া সূতো উপড়ে গেছে
হাত্তা গোটায় লাটাইটা
মুক্ত ঘুড়ি আকাশ চেনে
আমরা হলাম ভোকাট্টা।

অন্তহীনের সীমানা কোথায়
জানতে ঘুড়িই বেপাত্তা
কাঠির নরম শিরদাঁড়াটায়
অস্থি খোঁজে ভোকাট্টা।

হাওয়ায় ভাসে চেত্তা ঘুড়ি
লাট খেয়ে যায় জীবনটা
আকাশ পারে সমাজ খাতায়
বেনামি সবই ভোকাট্টা।

বাউল ঘুড়ি ছাদের কোনায়
নিঃস্ব সুরের গানটা
আকাশ রঙে বাদল হাওয়া
ঝড়ের দিশা ভোকাট্টা।

মুখপোড়া আর মোমবাতিতে
বাঁচার সুরে একাট্টা
পাশে থাকার অঙ্গীকারে
আমরা হোলাম ভোকাট্টা।

Leave a Reply

Your email address will not be published.