“সাদা-মেঘ”……কল্যাণ উবাচ

  • লেখা- কল্যাণ উবাচ
  • অলঙ্করণ- শুভ্রা

একটা মেঘ খুঁজছি অনেকদিন হল,
না, সেই মেঘ কালো হয় না,
সেই একটুকরো মেঘের আঘাতে বজ্রপাত হয় না।
সেই মেঘের বুকে লুকিয়ে থাকে বৃষ্টি –
চির অবগাহনের, পবিত্রতার, পরম পাওয়ার বৃষ্টি।
অনেক খুঁজেছি জানো, তবু তারে পাইনে কোথাও-
আকাশে, বাতাসে, চারপাশে- কোত্থাও পাইনে।
মন নেই, আমার কোনও কাজে মন লাগে না,
আমাকে মেঘ এনে দাও তোমরা,
বুকের মাঝে বৃষ্টি লুকানো ছোট্ট এক টুকরো সাদা মেঘ;
তোমরা আমাকে দয়া কর, এতটুকু দয়া, আমি বাঁচতে পারছি না।
আমাকে এক টুকরো মেঘ ধার দেবে কেউ ?
সাদা মেঘ, বুকের ভেতর বৃষ্টি ভরা মেঘ——

Leave a Reply

Your email address will not be published.