“উত্তরবঙ্গে”

  • লেখা – হটাৎ কবি
  • ছবি – ভোকাট্টা সম্মিলিত

রঙ্গীত যেথায় রঙ্গ করে তিস্তা নদীর সাথে
সেইখানেতেই ঘুরে এলাম ভোকাট্টার ই সাথে।
চারদিকেতে উঁচু উঁচু সবুজ পাহাড় ঘেরা
লুকোচুরি খেলছে সেথায় মেঘ-বালিকারা।
দিগন্ত ছোঁয়া চা বাগিচা ম্যানিকিওর করা
হাতছানিতে ডাকছে দেখ পথিক আপনহারা।
শুধুই নয়কো দেখনদারি আস্বাদটাও নিতে পারি
মার্গারেট্স ডেকের ধারে ফেলো যদি পয়সাকড়ি।
মিরিক বলে আমায় দেখ, লামহাটা বলে আমায়
দার্জিলিংয়ের ম্যালেতে তো সবাই পসার জমায়।
কারও অম্বল গ্যাসের ব্যাথা, কারও বা পায়ে বাত
কেউ বা উচ্চে শকট্ -গতিতে শিরো-পীড়ায় কুপোকাত
তাতে কী হয়েছে? উপল ব্যাথিত নদীতো রয়েছে
সন্তাপহর জলে নেমে পড় সাহায্যার্থে ময়ূরপঙ্খী আছে।
ভোরের সূর্য এনে দেয় খুশি ।
কাঞ্চনজঙ্ঘার অভিমান বেশি ।।
পাহাড়ি খাবার মোমো রাশি রাশি
যত পারো খাও করে দিল খুশি।
অবশেষে ছুটির সীমা হোলো শেষ
ঘরে ফেরা নিয়ে আনন্দ আবেশ।

Leave a Reply

Your email address will not be published.