নিশীথ… সংগত চৌধুরী

  • লেখা- সংগত চৌধুরী
  • অলঙ্করণ – ঈশানী

দিনমণি  ঢলে
              ধীরে ওঠে শশী
কত কথা অনুভূতি
                   হয় যে   প্রকাশি।
আঁধার ঘনিয়ে আসে
               চারিদিক ঘিরে
পাখি সব দল বেঁধে
            নিজবাসে ফেরে ।
গোধুলীর অন্তে
           সাঁঝের ঐ কোলে
উঠল  তুলসী মঞ্চে
            প্রদীপ শিখা জ্বলে ।
তারাগুলি জুড়ে বসে
               সমস্ত আকাশে
দোলা দেয় বাঁশঝাড়
                 উত্তুরে বাতাসে
নিশিথ রাত্রে ভাঙা
         চাঁদের  আলো পড়ে
নদী জল ক্ষণে ক্ষণে
              ঝিলমিল করে ।
সেই নদী বেয়ে মাঝি ফেরে
                ভাটিয়ালী গেয়ে
কত কথা আছে জমে
            কারও পথ চেয়ে ।
ধীরে ধীরে যতই
               রাত বেড়ে চলে
নিবিড়  শান্তপথের
               পথিক একাই চলে
দুটি আঁখি কারু আসে
            শুধু জেগে রুয়
দেরি কেন হয় তার?
           এই মনে ভয়
রাত বড়ই সুন্দর
     অন্ধকারও বটে
কার ভাল কার মন্দ
         কখন কি ঘটে
স্নিগ্ধ দীপের আলো
       স্মিথ হয়ে আসে
ঘুমের শান্তি নামে
      নিঃশ্বাসে প্রশ্বাসে ।

Leave a Reply

Your email address will not be published.